আমি একজন নতুন ব্লগার। আমার একটা ব্লগ আছে যেটা আমি টেকটিউনস থেকে ভিবিন্ন টিপস নিয়ে করেছি ।
আমার ব্লগ এটা, ক্লিক করুন
কিন্তু প্রব্লেম টা হচ্ছে যে আমার ব্লগ এ মেনু নাই। আমি আমার ব্লগ এ মেনু দিতে চাচ্ছি । আমি নেট এ অনেক খুজাখুজি করে যেটা পাই টা হল css droup menu কিভাবে বানাতে হয়। কিন্তু কিভাবে মেনু অ্যাড করবো এটা পাইনে আর পাইলেও আমার ব্লগ এর সাতে মেলাতে পারিনা।
আর একটা জিনিস হল যে মনে করেন আমার ব্লগ এ ৪/৫ মেনু দিলাম। এখন আমার পোস্ট গুলু নির্দিষ্ট মেনু তে কিভাবে দিব।
যারা অবিজ্ঞ আছেন তারা আমার সমস্যা টা অবশাই বুঝে পারছেন। যদি হেল্প করেন খুবই উপক্রিত হব।
আমি ছামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।