শুরুতেই বলে রাখি Tectunes এ এটা আমার প্রথম লেখা।। কিন্তু লেখাটা আমার ব্যাক্তিগতই।অনেক দিন ধরে Techtunes দেখছি এবং বুঝেছি যে এখানে অনেক মেধাবী এবং প্রতিভাবান টিউনার আছেন।তাই আজ আমার এই দুর্দিনে টেকটিউনসে লেখার প্রয়াস// আসলে হয়েছে কি আমি samsung galaxy pop ব্যবহার করছি অনেক দিন ধরে,কিন্তু রুট করিনি/তেমন প্রয়োজনও হয়নি অবশ্য/গতদিন ভালোভাবেই আমি সেটটাকে রুট করি।। তারপর একটা কাস্টম রম ইন্সটল করবার ব্যবস্থা করি//নিয়মটা ছিল যে প্রথমে রম এর জিপ ফাইলটা এসডি কার্ডে নিতে হবে।তারপর ফোন সুইচ অফ করে volume up+home+powere button প্রেস করে যে মেনু আসবে সেখান থেকে রম ইন্সটল করতে হবে।।কিন্তু আমি এভাবে না করে ভুল করে home+power button প্রেস করলে যে মেনু আসে তা থেকে update zip from sd card সিলেক্ট করে দিই।।তারপর থেকে ফোন অন করলে শুধু SAMSUNG লোগো ছাড়া আর কিছু আসে না।। কি করব কিছুই বুঝতে পারছি না।।কেউ সাহায্য করলে তার কাছে জীবনভর কৃতজ্ঞ থাকব।। আমার ইমেল আইডি হচ্ছেঃ[email protected]
আসলে এসব ব্যাপারে আমার জ্ঞান অতি ক্ষুদ্র।এছাড়াও Techtunes এ আমার প্রথম লেখা।। তাই কোন ভুল ত্রুটি হলে ভুল শোধরানোর সুযোগ দিয়েন।।
আর হ্যা নেট ঘাটাঘাটি করে বুঝলাম odin multi downloader দিয়ে মনে হয় কিছু একটা হতে পারে।। কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না।।কেউ জানলে জানান please,please..
আমি SAMBIT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার অরিজিনাল ফার্মওয়্যার ডাউনলোড করে সেট ফ্ল্যাশ করতে হবে!!! ভাইরে ইলেকট্রনিক জিনিস! একটু দেইখ্যা গুতায়েন!!