অ্যান্ড্রয়েড গুরুদের সাহায্য চাই। দয়া করে সাহায্য করুন।

কিছু দিন আগে টেকটিউন এ একটা পোস্ট দেখলাম Symphony w10 কে ics 4.4 version

এ রুপান্তরিত করুন। আসলে এইটি আপডেট ics এ আপডেট হয় না

শুদু লাঞ্চার আপডেট হয়।

তারপর Symphony w10 এর custom rom চেঞ্জ করি।

কিন্তু এখন দেখছি এই রোম এ অনেক সমস্যা।

সব সময় ram ফুল থাকে।

slow কাজ করে, আরও অনেক প্রবলেম।

আমি জানি এইখানে অনেক অ্যান্ড্রয়েড গুরু আছেন,

প্লীজ কেউ আমাকে W10 এর অরজিনাল কাস্টম রোম দিয়ে সাহায্য করুন।

অথবা w10 এর CMW ব্যাকআপ থাকলে আমাকে ডাউনলোড লিঙ্ক দিন অনেক উপকৃত হবো।

আর সাহায্য করতে না পারলে বাজে মন্তব্য করার দরকার নেই।

প্লীজ বাজে কমেন্ট করবেন না।

আমার ইমেইলঃ [email protected]

ফেসবুক এ আমি :  https://facebook.com/shuvo95

Level 0

আমি রকস্টার শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hayre 33 bar dekha hoyece but aktao comment nei…..android gurura kothay

খাইয়া দিছেন সেটটারে! কাস্টম রম ইন্সটলের আগে স্টক রম ব্যাকআপ কইরা রাখতে পারলেই হইত! Symphony ব্র্যান্ডের স্টক রম এখনো নেটে ছাড়ে নাই! আপনি অন্য কোন Low-Configuration এর কাস্টম রম ইন্সটল দিয়া চালান! এইভাবে চলতে থাকলে সেট কয়েক মাস পর আর ব্যবহারযোগ্য থাকবো না!

ভাই দয়া করে কন Low-configuration এর কাস্টম রম ডাউনলোড এর লিঙ্ক দিন। আমি অনেক খুজেও পেলাম না।