আমরা যারা ঢাকার বাইরে থাকি, তারা অনেকটাই পিছিয়ে আছি এখনও প্রযুক্তির দিক থেকে। কথাটির অর্থ অনেকটা সহজই বটে। ঢাকার বাইরের অধিকাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করেন গ্রামীন ফোনের পি-সিক্স, পি-ফোর অথবা পি-ফাইভ দিয়ে। আর যেটি আনলিমিটেড সেটি ব্যবহার করেন খুব কম মানুষ। বলা হয়েছে ২০১০ এর শুরুতেই ঢাকার বাইরে ওয়াইম্যাক্স চালু করা হবে, কিন্তু এখনও তার কোন পাত্তা নেই। অনেকটা কিপ্টের মতই ইন্টারনেট ব্যবহার করতেছি আমরা। ঠিক মত কোন বড় ফাইল ডাউনলোড করা যায় না। যদিও এটি (ওয়াইম্যাক্স) ব্যয়সাধ্য ব্যপার তবুও যদি এটি ঢাকার বাইরে চালু করা হয় তবে তার যথেষ্ট ব্যবহার হবে বলে আমার বিশ্বাস। জানিনা সরকারের দয়ার দৃষ্টি পরবে কিনা আমদের উপর।
আমি রেজওয়ান-খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সরকারের গুষ্টিকিলাই………… দয়ার দরকরার নাই।