jQuery এবং JavaScript এর মধ্যে পার্থক্য কি?

আসসালামু আলাইকুম। টিটি এর ভায়েরা আশা করি ভালো আছেন। প্রোগ্রামিং এ জাভাস্ক্রিপ্ট বহুল ব্যাবহিত ভাষা। কিন্তু আমি আসলে জানিনা জেকুয়েরি এবং জাভা স্ক্রিপ্ট কি একই, না আলাদা বিষয়। ইন্টারনেটে সার্চ দিয়ে অনেক উত্তর পেয়েছি কিন্তু আমার কাছে বিষয়টা ক্লিয়ার না (আসলে ইংরেজি কম বুঝি তো!)।  অভিজ্ঞ ভায়েরা যদি উত্তর দিয়ে আমার মনের কৌতুহল মিটাতেন তাহলে খুব খুশি হব।

Level 0

আমি Net Asgor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

javascript হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর jQuery হল javascript এর ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরী। সাধারণত ফ্রেমওয়ার্ক তৈরি হয় কোন ল্যাঙ্গুয়েজকে সহজ করা, কম সময়ে কোড লেখা ও তার functionality বাড়ানোর জন্য। যেমন javascript এ একটা স্লাইডশো তৈরি করতে যে পরিমাণ কোড লেখা লাগবে, jQuery বা jQueryui ব্যবহার করে তার অর্ধেকেরও কম কোড লিখে কাজটি করা সম্ভব। তবে javascript না শিখে শুধু jQuery শেখাটা আমার মতে বোকামি। কারন আগে ল্যাঙ্গুয়েজটাতো জানতে হবে, তারপর না তার functionality কিভাবে বাড়ানো যায় তা জানব।

Level 0

ধন্যবাদ ভাই, এখন মোটামুটি ক্লিয়ার। @ অর্ধশুন্য