পেন ড্রাইভ সমস্যা… সাহায্য প্রয়োজন

কিছু দিন আগে অফিস থেকে একটা ADATA C008 ১৬ জি.বি. পেন ড্রাইভ পেলাম। কিন্তু পেন ড্রাইভ পিসিতে লাগাতেই দেখি পেন ড্রাইভের ড্রাইভার ইন্সটল নিচ্ছে না। ৩/৪ টা পিসিতে লাগালাম একই ঘটনা    পেন ড্রাইভ চলে না।  অফিসে জানিয়েও কোন লাভ হল না, কারণ তারা জানে না পেন ড্রাইভটি কোথা         থেকে কেনা হয়েছে।  তাই চেঞ্জ করার কোন অপশন থাকল না।

কোন ভাবে কি ড্রাইভার ইন্সটল দেয়া যায়। টেঁকি সাহায্য দরকার।

 ধন্যবাদ

Level 0

আমি মজার মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস