আশা করি সবাই ভালো আছেন. আমি টেক ভাইদের কাছে সাহায্য চাচ্ছি.আমি একটি গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছি.আমার ইচ্ছা হলো গেম নিয়ে পোস্ট করার. কিন্তু কোনো গেম খেলতে পারি না বলে পোস্ট করতে পারি না. গেম না খেললে সেই সম্পর্কে কোনো ধারণা হই না. তাই ভাবলাম গ্রাফিক্স কার্ড কিনে ফেলব. আমার বাজেট ৫৫০০ টাকা. আমার পিসি এর কনফিগারেশন নিচে দেয়া হলো: #Processor-পেন্টিয়াম ডুয়াল কোর E6600 3.06 GHz #Motherboard- গিগাবাইট g41mt -s2p (rev-1.3) #Ram - 4 GB #HDD - 500GB #Windows 7 64 bit #আমার কেসিং এর পাওয়ার সাপ্লাই 400 watt (Space কেসিং) তাই যদি কেউ আমাকে ৫৫০০ টাকার মধ্যে ভালো গ্রাফিক্স কার্ড কেনার পরামর্শ দেন তাহলে অনেক উপকার হবে. আর কোনো পাওয়ার সাপ্লাই কিনতে হবে নাকি. যদি কিনতে হয় তবে গ্রাফিক্স কার্ড এর বাজেট ৪৫০০-৫০০০ এর মধ্যে হবে. সবাইকে ধন্যবাদ .
আমি টোনা THE গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিচের টিউন গূলো দেখুন। আশা করি সচ্ছ একটা ধারনা পাবেন।
https://www.techtunes.io/featured/tune-id/70970
https://www.techtunes.io/hardware/tune-id/184122
https://www.techtunes.io/hardware/tune-id/185833