ইল্যান্স পেমেন্টের ব্যাপারে টিউনারদের কাছে হেল্প চাইছি

আমি ইল্যান্সে কাজ করে কিছু ডলার উপার্জন করেছি। পরে তা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে উত্তোলনের

অনুরোধ করি। ইল্যান্স সিটি ব্যাংকের মাধ্যমে আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সে টাকা পাঠিয়েও দেয়।

কিন্তু ব্যাংক থেকে আমাকে জানানো হয়, আমার টাকা থেকে নাকি ২৫% ট্যাক্স কাটা হবে। শুনে তো আমার

ভিড়মি খাওয়ার মতো অবস্থা। ২৫% কেটে নিলে থাকে কি। সঠিক তথ্য জানতে চাই। আসলে বাংলাদেশ ব্যাংকের

এমন কোনো নিয়ম আছে কি না। প্লিজ কারো জানা থাকলে হেল্পান।

Level 0

আমি masumstune। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ ভাই, আমিও একই সমস্যায় পড়েছিলাম। আমার আইএফআইসি ব্যাংকে টাকা আসত। ইলেন্স আসলে আপনার একাউন্টে $$$ পাঠায়, যদিও বলে টাকা পাঠাচ্ছে। আপনি ওডেস্কে এই সমস্যা পাবেন না। আর এখন আপনার একাউন্টে $$$ আসলে ব্যাংক ধরে নেয় আপনাকে কেউ সম্মানী ভাতা পাঠাচ্ছে। সুতরাং ট্যাক্স কাটো। কি জনি একটা আইন আছে।

আমি ইলেন্সেএ রেগুলার কাজ করি এবং পেওনিয়ার (payoneer) এর master Card দিয়ে টাকা আনি। ইলেন্স যত গুলি Withdrawal method অফার করে তার মধ্যে তুলনামুলক ভাবে পেওনিয়ার (payoneer) টা ভাল আছে। আর আপনাকে যদি ব্যাংক দিয়েই আনা লাগে, তবে ভাই ওডেস্কে চলে যান।

পেওনিয়ার (payoneer) এর একাউন্টের জন্য আপনার national id card এর scanned copy লাগবে। মেইলিইং এড্রেসটা হয় মতিঝিল, গুলশান বা বারিধারা এর দিকে দিয়েন নাহলে পোস্টআফিসের পিওনের সাথে ভালো খাতির রাইখেন [ আমি যেমন রাখছি 😉 ]।

ভাল থাকবেন।