হ্যালো টউনার ভাইয়েরা
গতকাল রাত থেকে পিসি থেকে Tunnelguru অথবা মোবাইল থেকে Operamini handler দিয়ে মোবাইলে আর ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারছিনা। সম্ভবতঃ গ্রামীণফোন আইপি গুলো ব্লক করে দিয়েছে।আপনারা কি পারছেন? আমি PD Proxy দিয়ে ফ্রি ইন্টারনেন্ট অবশ্য ব্যবহার করিনি, ওটার খবর জানিনা। নতুন কোনো ভিপিএন পেলে অথবা প্রক্সি এড্রেস পেলে আমাকে একটু হেল্প করুন প্লিজ। পোস্টে না করতে চাইলে আমাকে একটি মেসেজ দিবেন অথবা [email protected] এ একটা মেইল করলে উপকৃত হব।
আমি stockBoi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আগে Pd proxy ব্যবহার করতাম। গত কালকে থেকে আর পারছি না। কেউ জানলে আমাকে ও জানায়েন।
[email protected]