” আই ডি এম সংক্রান্ত সাহায্য প্রয়োজন “

আইডিএম ব্যবহার করতে গিয়ে একটা সমস্যায় পরেছি। আইডিএম দিয়ে একটা মুভি (সাইজ- ১.৫জিবি) ডাউনলোড করছিলাম। মুভিটি প্রায় ৩০০ mb ডাউনলোড হওয়ার পর pause দিয়ে কম্পিউটার বন্ধ করে দিই। ঘন্টা দুয়েক পর পুনরায়  ডাউনলোড শুরু করি।   ডাউনলোড  ৪৫০ mb  হওয়ার পর কারেন্ট চলে যায় । (আমার UPS নাই)। পরে কারেন্ট আসার পর  পুনরায় ডাউনলোড স্টার্ট দিলে  ডাউনলোডটি শুরু হয় ৩০০ mb থেকে। মাঝখানে প্রায় ১৫০ mb'র মত নষ্ট।  একই সমস্যায় আগেও পরেছি।

* এই সমস্যাটি কেন হচ্ছে?    * এটা কি আইডিএমেরই সমস্যা ?    * এর সমাধান কি?   কেউ কি সাহায্য করতে পারেন?

বি:দ্র:  আমি  আইডিএম 6.12 ব্যবহার করি।

Level 0

আমি Osman_Goni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যখন ফাইল টি Download হতে থাকে তখন তা সরাসরি save হয়ে যায় না। Downloaded Data গুলো Windows এর Temp Directory তে tempurary file আকারে জমা হয়।
খেয়াল করবেন, আপনি যখন Downlad Pause করেন তখন তা click এর সাথে সাথেই Pause হয় না, কয়েক সেকেন্ড পর হয়। এই কয়েক সেকেন্ডে IDM , সেই Temp file থেকে Data গুলো এনে আপনার আগে Download হওয়া file এর সাথে attach করে save করে রাখে।
আপনার UPS না থাকার জন্য বিদ্যুত চলে গেলে IDM এই কয়েক সেকেন্ড সময় পায় না। ফলে Tempuray file attach করে save করতে পারে না
আপনি যখন আবার Resume করেন তখন IDM তার save করা Data এর পর থেকে Resume শুরু করে। যেহেতু বিগত 150 MB Data save করতে পারে নাই তাই সে তার save করা 300 MB এর পর থেকেই পুনরায় Download শুরু করে।
IDM এর version এর সাথে এর কোন সম্পর্ক নাই।

যেহেতু আপনার UPS নাই তাই আপনাকে একটু কষ্টকরে 20/30/50 MB Download হবার পর পরই একবার করে Pause করে আবার Resume করতে হবে। এতে অন্তত 150 MB এর মত বড় মাপের Data lose এর মধ্যে পরতে হবে না।

    @Shihab Khan: আমি আপনার সাথে একমত নই। কারণ এটা আইডিএম এর ভার্সন গত problem. IDM 6.15 Build 5 থেকে এই প্রব্লেম দেখা দিয়েছে। সবচেয়ে ভাল হয়, IDM 6.15 build 4 ব্যবহার করলে। এইটা electricity চলে গেলেও ফাইল এ সমস্যা হয় না । বিশ্বাস না হলে ডাউনলোড করার সময় পিসি switch থেকে বন্ধ করে দেখুন।

    Level 0

    @Shihab Khan: সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ। UPS দেখি একটা কিনতেই হচ্ছে।

আমি IDM ৬.১৫ টা ডাউনলোড এর পর ইন্সটল করলে বারবার সিরিয়াল নাম্বার চাচ্ছে । বিভিন্ন ফ্রী সাইট থেকেও দেখেছি একই ফল হয়। সমাধান চায়…………