গুগল মামা নববর্ষ এর শুভেচ্ছা জানালো অ্যাডসেন্স দিয়াঃ অবশেষে পেলাম সোনার হরিন

আসসালামুয়াল্যকুম । কেমন আছেন আপনারা। শুভ নববর্ষ ।গুগল মামা শুভ নববর্ষ  জানালো গুগল অ্যাডসেন্স দিয়া পোস্ট এর Title দেখে নিরছয় বুজতে পারছেন আমি কি বলতে চায়তাচি । অরথাত আমি গুগল অ্যাডসেন্স নামক সোনার হরিন কে ধরতে পেরেছি । গত ১ বছর ধরে আমি ছেস্ত ছালিয়া যাচ্ছি অ্যাডসেন্স এর জন্য। আর এ পর্যন্ত প্রায় ২৫০+ বার ডিসআপ্রভ হইয়াছি  তারপরেও আমি আশা হত হয়নি। কারন আমি জানতাম আমার এই শ্রম বিথা যায়তে পারেনা।আমার এই সাফল্য এর জন্য এই ওয়েবসাইট কে জানায় অন্তর এর অন্থথল থাকে অনেক অনেক শুভেচ্ছা।

যায় হোক পোস্ট টা যে জন্য লিখা সেই কারন টা হল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাঁচিয়া রাখার টিপস গুল অভিজ্ঞ কাছে চায়। আশা করি অভিজ্ঞ টিউনাররা  আমাকে হেল্প করবেন।

আর কিছু নয় অভিজ্ঞদের কমেন্ট এর আশায় রয়লাম। ইচ্ছা করে  আমার সাইট লিংক দিলাম না কারন আমার অনেক ভিজিটর আছে।

Level 0

আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস