আসসালামুয়ালাইকুম। আমি অনেক দিন থেকে টেকটিউনস ভিজিট করছি, কিন্তু আজ আমি প্রথম টিউন করছি।
আমি উইন্ডোজ ৮ বেশ কিছু দিন থেকে ব্যবহার করছি। কিন্তু উইন্ডোজ ৮ এর Activator আমার কাছে নাই, এর জন্য আমি উইন্ডোজ ৮ জ়েনুইন করতে পারছি না। আমি উইন্ডোজ ৮ এর Activator অনেক খুজলাম, পেয়েছি কিন্তু ওই গুলা দিয়ে কোন কাজ হচ্ছে না। এখন Activator না পেয়ে টেকটিউনস এ আসলাম। এই খানে অনেক উইন্ডোজ ৮ ব্যবহার কারি আছে, আশা করি আমি আমার সবাধান পাব।
আমি কি ভাবে উইন্ডোজ এক্সপি তে পিকচার কেপচার করতে পারব একটু জানাবেন দয়া করে।
আমি বাংলা ভাল লিখতে পারি না, যদি কোন বানান ভুল হয় তাইলে ঠিক করে পড়ে নিবেন।
আমি DurontoMamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
facebook.com/groups/janala8
এইখানে পোসট করে দেখতে পারেন