টেকি ভাইজানেরা, আমরা এইচ এস সি পরীক্ষার্থী, হরতালের ফলে আমাদের পরীক্ষা পেছানো হয়েছে। শেষে এমন অবস্থা দাঁড়িয়েছে যে ইংলিশ পরীক্ষার একদিন পর ফিজিক্স ১ম, তার ২ দিন পর প্রানিবিজ্ঞান, এর ১ দিন পর আবার ফিজিক্স ২য়, আবার একদিন পর উদ্ভিদ বিজ্ঞান! আপনারাই বলেন, ১ দিনের মধ্যে কি কখন ফিজিক্স বা বায়লজির মত পরীক্ষার পূর্ণ preparation নেওয়া যায়?
তাই, টেক্টিউন্স পরিবারের কাছে আমার তথা সকল এইচ এস সি পরীক্ষারথীদের বিনীত নিবেদন, নিচের লেখাটি দয়া করে [email protected] এই আইডি তে মেইল করুন। এতে উপকার হলেও হতে পারে। কি, ছোটভাইদের সাহায্য করবেন?
শিক্ষামন্ত্রী মহোদয়ের
ফোন নাম্বার: 02- 7161395, 02-
7168559
সেলঃ 01711801557
ইমেইলঃ [email protected]
উনার পি এস এর নাম্বার: 02 7166519
মাননীয় শিক্ষামন্ত্রী,
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা ছাত্রলীগ না, ছাত্রদল না, শিবির না, এমনকি নাস্তিক ইসলামবিদ্বেষী ব্লগারও না! আমরা এইচএসসি পরীক্ষার্থী। আমরা কি অন্যায় করেছি? আমাদের উপর কেন এই অত্যাচার? প্লিজ সিদ্ধান্ত পরিবর্তন করুন। আমরা ২০১৩ সালের পরীক্ষার্থী হয়ে কি অন্যায় করছি? আগামী ১১ এপ্রিলের পরীক্ষা ১৯ তারিখে হবে।
১৮ তারিখে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা। ১৯ তারিখে পদার্থবিজ্ঞান ১ম পত্র, ২১ তারিখে প্রাণিবিজ্ঞান পরীক্ষা মানবিক, কমার্স, ফাজিল বিভাগের বিষয়গুলো সম্পর্কে জানি না। কিন্তু পদার্থবিজ্ঞান ১ম পত্র বিষয়টা অত সোজা না। বইয়ে মোট ১৯টা অধ্যায়, গাণিতিক সমস্যাসহ তত্ত্বীয় ১৯টা অধ্যায় ১ ঘণ্টা করে রিভাইজ দিলেও লাগবে ১৯ ঘণ্টা! অথচ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসে খাওয়া নাওয়া বাদ দিয়েও সর্বোচ্চ সময় পাওয়া যাবে ১৪ ঘণ্টা। আমরা কিভাবে পরীক্ষার প্রিপারেশন নেবো?? প্লিজ আমাদের উপর এই অবিচার করবেন না। আমাদের লাইফটা এভাবে নষ্ট করে দেবেন না। ১৯ তারিখের পরীক্ষার তারিখ পরিবর্তন করুন। এটা রসায়ন ১ম পত্র পরীক্ষার পরে যে কোন একদিন নিন, নতুবা মে মাসের যেকোন দিনে নিন।
বিরোধীদল/ সরকারি দল শিক্ষিত না অশিক্ষিত তার প্রশ্নে যাবো না। কিন্তু আমাদের শিক্ষিত করে তোলা ও যথাযথভাবে পরীক্ষা নেওয়ার দায়িত্ব আপনাদেরই। এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় হলে তার দায় আপনাদের উপরই বর্তাবে। আর ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্য কর্ণধারদের জীবন।
তাই, বিনীত অনুরোধ আমাদের সমস্যাকে বিবেচনা করুন ও এ জন্য আশু ব্যবস্থা গ্রহণ করুন।
আমি Meshkat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।