এর আগে আমি আপনাদের নিঃস্বার্থ সহযোগিতায় " xampp " এর দ্বারা Wordpress install দিয়েছিলাম । এবং কাজও করেছি । কিন্তু এখন আমি data গুলো ওয়েব সার্ভার সাইট হিসাবে প্রদর্শন করাতে পারছি না । মানে আমি Hosting করতে পারছি না ।
আশা করি আমি আপনাদের আমার সমস্যা টা বুঝাতে পেরেছি
কাজেই কেউ যদি আমার সমস্যা টা সমাধান করে দিতে পারতেন আমি অনেক খুশি হতাম
ভাল হত এ নিয়ে যদি কেউ একটা টিউন করতেন । চিত্র সহকারে না দিতে পারলেও আমাকে বুঝাতে পারলেও হবে ।
আমি techlover khokon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কি চাচ্ছেন আপনার এক্সেম্প এ বানানো ওয়েব সাইট অন্য সবাই দেখুক? এটা আসলে সম্ভব নয় । কারণ এটি আপনি আপনার কম্পিউটার এ তৈরি করেছেন । সবাই দেখতে পায় এমন ওয়েব সাইট বানাতে হলে আপনাকে একটি হোস্টিং কিনতে হবে । সেটি থাকবে ইন্টারনেট সার্ভারে ।
আশা করি আমি আপনার প্রশ্ন ঠিক ভাবে বুঝতে পেরেছি ।
আমি চেষ্টা করবো এক্সেম্প নিয়ে বিস্তারিত টিউন করতে ।