বর্তমান তরুন সমাজ আন্ড্রয়েড প্রেমে হাবুডুবু খাচ্ছে । সেই ধারাবাহিকতায় আমিও এর প্রেমে পরেছি কিন্তু মাগার আমার কন আন্ড্রয়েড সেট নাই। এইবার চিন্তা করছু আন্ড্রয়েড ফোন এক্তা কিনেই ফেলব। বাজেট(১০০০০-১২০০০) কম তাই খুব চিন্তায় আছি কোনটা কিনব। এর টাকার মধ্যে কোন ব্রান্ড ভাল হবে ।আবার এও বুজতেছি না যে ওয়াল্টন ভাল হবে নাকি মাইক্রমাক্স নাকি সিম্ফনি।আন্ড্রয়েড এর পূর্ণ মজা পাওয়া যাবে কোনটায়। আন্ড্রয়েড মাস্টারেরা যদি আমাকে এক্তু সাহায্য করতেন তাহলে আমার বেশ সুবিধা হত......।।
আমি Jayntomora। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন সেট ভাল হবে সেটা সঠিক করে বলা একটু কষ্ট কর। কারন মানুষের রুচি অভিরুচির পার্থক্য তাকে। নিচের লিংকে গিয়ে পোষ্ট গুলো পরে নিজে সিদ্ধান্ত নিন
http://www.androidkothon.com/post-id/2652#more-2652