আসসালামু-আলাইকুম,
টেকটিউনস-এর ব্লগার ভাইদের কাছে আমি একটু সাহায্য কামনা করছি।
কেউ কি আমাকে যেকোন কিছু যেমনঃ audio,video,picture(image)-এর সাইজ কমিয়ে ফেলার(মান ঠিক রেখে)সফটওয়্যার-এর সন্ধান দিতে পারেন??
ধরুন 150 mb'র কোন video প্রায় 20-30 mb-তে আনা যাবে কিন্তু মান একই থাকবে।
আমার খুব দরকার, তাই আপনাদের কাছে সাহায্য চাইলাম।
তাড়াতাড়ি Help করলে উপকৃত হব।
আরেকটা প্রশ্ন, ই-মেইলে কি audio, video পাঠানো যায়?? গেলে অপর প্রান্তের ব্যক্তি কিভাবে সেটা use করতে পারবে??
Thanks to all......
আমি Philosopher। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাইজ কমলে Quality less হবেই।
আপনি এই ফ্রী সফটওয়্যার টি ব্যবহার করে দেখুন, খুবই Powerful একটি সফটওয়্যার.
Link: http://www.any-video-converter.com/products/for_video_free/
Paid কিছুর জন্যে Wondershare Video Converter ব্যবহার করতে পারেন। সেটা দিয়েও খুব ভাল কাজ করা যায়।