ইউনিকোডে লেখা কোন PDF ফাইল থেকে text টা কপি করে অন্য কোথাও পেস্ট করলে লেখাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে।
যেমন এই ছবিটা থেকে ইউনিকোডে লেখা এই লাইন দুটি আমি কপি করে..
যখন MS Word 2007 এ যখন পেস্ট করছি, তখন লেখাটার এই অবস্থা হচ্ছে
এ সমস্যার কি কোন সমাধান আছে?? জানালে খুব উপকৃত হতাম।
আমার কিছু পি ডি এফ ফাইল (বাংলায় লেখা) অফিসে কনভার্ট করা প্রয়োজন। বাংলা লেখা ঠিক রেখে পি ডি এফ ফাইল ওয়ার্ড এ কনভার্ট করার কি কোন ওয়ে আছে। কেউ যদি আমার এই সমস্যাটার সমাধান দিতে পারেন তাহলে খুব উপকৃত হব। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
PDF এ ফন্ট গুলো ইম্বেড করা থাকে । তাই কপি করলে এলোমেলো হয়ে যায় । এছারা PDF to DOC কনভার্টার গুলোও বাংলা লেখা এলোমেলো করে ফেলে । বাংলার ক্ষেত্রে কিছু করার নেই 🙁 আপনাকে কষ্ট করে দেখে দেখে লিখতে হবে ।