আসসালামুআলাইকুম!! আমি U টরেন্ট ব্যবহার করি,গত কিছুদিন ধরে ডাউনলোড করতে গেলে একটার বেশি ডাউনলোড করা যাচ্ছে না। ধরুন, কিউবক্সে ৪/৫ টা ডাউনলোড দেয়া আছে কিন্তু ডাউনলোড হচ্ছে একটা। ওইটা যদি বন্ধ করে দেই তাইলে আবার কারেকটা ডাউনলোড শুরু হয়। অন্যগুলোর স্টাটাস Queued দেখায়!! এই রকম আগে হত না। সব গুলোর সিড/পিয়ার ঠিকই আছে কিন্তু ডাউনলোড একটার বেশি টানতে পারছেনা।কেবলমাত্র একটাই একটিভ থাকছে।
আমি এখন কি করতে পারি??
আমি sajibmazhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Options > Preference > Queueing > Maximum number of active torrents (Upload or Download) = 8/10 করে দিন এবং Maximum number of active downloads 5 করে দিন ।
ধন্যবাদ ।