ওডেস্কের মত উইথড্রয়াল সিস্টেম তৈরী করতে হেল্প চাই

আমরা অনেকেই ইতোমধ্যে ওডেস্ক বা এ জাতীয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সাথে পরিচিত ।

যারা ওডেস্কে কাজ করেন তারা সবাই জানেন ওডেস্কে ডলার আদান-প্রদান হয় এবং থা কিভাবে হয় ।

কন্ট্রাকটর একাউন্টে যদি কোন জব করে ডলার এড হয় তাহলে তা পেপাল, মানিবুকার্স, মাস্টারকার্ড বা ব্যাঙ্ক একাউন্ট এ উইথড্র দেওয়া যায় ।

এখন আমি পিএইচপি দিয়ে একটা ওয়েবসাইট তৈরী করছি । ওডেস্কের সাথে কোন সম্পর্ক নেই এই সাইটের । কিন্তু এখানে কুইজ সিস্টেম আছে এবং উইনারদের জন্য ডলার জেতার সুযোগ আছে ধরা যাক ।

এখন কেউ যদি তার একাউন্টে ডলার জমা করতে পারে তাহলে সে তা উইথড্র করবে ।

উইথড্র করার জন্য আমি পেপাল এবং মানিবুকারস ব্যবহার করব ওয়েবসাইটে ।

পিএইচপি দিয়ে তৈরী ওয়েবসাইটে পেপাল এবং মানিবুকার্স কে উইথড্র মেথড হিসেবে যোগ করতে হলে কিভাবে করব এটা এক্সপার্ট ভাইয়ারা প্লিজ হেল্প করুন ।

আমি পেপাল ও মানিবুকারস এর ওয়েবসাইটে অনেক খুঁজেছি কিন্তু শুধু ওয়েবসাইটে ডলার এড করার জন্য মাস্টারকার্ড ও ভিসা এক্সেপ্ট করার সার্ভিস পেয়েছি কিন্তু উইথড্র করার কোন সার্ভিস পাইনি । প্লিজ কেউ হেল্প করুন ।

Level 0

আমি andamus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস