একটি website বিষয়ে আপনাদের সাহায্য চাই

hello all.  আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কাছে কোন trick share করতে আসি নেই বরং আপনাদের কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। আমার একটা   .tk domain দিয়ে তইরি blog রয়েছে। আমি বেশ কিছুদিন হল এতে কাজ করলেও আশা অনুযায়ী visitor পাচ্ছি না। দিনে মাত্র 300/350 visitor পাই। আগে আমি যে  .blogspot.com domain use করতাম। তাতে প্রায় 1400/1500 visitor a day পাইতাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে google কি seo এর ক্ষেত্রে .tk domain কে .blogspot.com  অথবা .com এর মত importance দেয় না । আমি google search result এ কখনও কোন .tk domain কে দেখছিলাম বলে মনে হয় না।

আপনাদের মূল্যবান comment এর আশায় থাকলাম ।

Level New

আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am notthing but something .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

.tk ডোমেইন আসলেই সার্চ রেজাল্টে দেখা যায় না। কারন এই ডোমেইন টা এসইও এর অনুকূল না। আর গুগলের কাছে ব্লগস্পট সাবডোমেইন আর টপ লেভেল ডোমেইন এসইও এর ক্ষেত্রে সমান।

গুগল .tk ডোমেইন ব্লক করে দিয়েছে । সার্চ রেসাল্ট এ কোন .tk ডোমেইন এর সাইট শো করে না । এমনকি অন সকল ফ্রী ডোমেইন এবং হোস্টিং সাইট গুগল ব্যান করে দিয়েছে । যত দ্রুত সম্ভব ডোমেইন টি চেঞ্জ করে .blogspot.com অথবা .com করে নিন । দেরি হয়ে গেলে সাইট এর সব ভিসিটর হারাবেন ।

ধন্যবাদ ।

ভিজিটর পেতে চাইলে .tk এর মায়া ছাড়তে হবে। 100% Sure.