যখন যেটা প্রয়োজন হয়েছে টেকটিউনসে এসেছি এবং সেটা পেয়েছি টিউনার ভাইদের কারণে,অনেক দিন যাবত আমি টিটিতে আছি কিন্তু কোনদিন কোন পোষ্ট করতে পারিনি জ্ঞ্যানের স্বল্পতার জন্য,আজ টিটির টিউনার ভাইদের সাহায্য চেয়ে একটি পোষ্ট করলাম টিটিতে,ভুল হলে দয়া করে ক্ষমা করবেন,অনেক দিন থেকে pd-proxy তে রেজিষ্টেশন করর জন্য চেষ্টা করছি কিন্তু পারতেছি না,কখন পাসওয়াড ছোট বলে কখনও বা বড় এমন নানান অজুহাত দেখিয়ে যাচ্ছে PD-Proxy,বুঝতে পারলাম টিটির টিউনার ভাইরা ব্যাতিত সাহায্য পাব না,তাই আপনাদের সাহায্য কামনা করছি,দয়া করে কেউ কি আমাকে PD-Proxy এর সাইটে রেজিস্টেশন করতে সাহায্য করবেন প্লিজ…অথবা একটি একাউন্ট দিয়ে
আমি BD_rabbi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি আপনার Password টাকে কয়েকটি বর্ন ও সংখ্যা দিন।সমাধান পাবেন।
http://www.facebook.com/pbd24