কিছুদিন আগেই লিখছিলাম যে নিজের এডসেন্স আইডি কেউ যেন অপব্যবহার করতে না পারে, তার জন্য নিজের এডসেন্স একাউন্টে নিজের সব সাইট আর ব্লগের তালিকা যেন আমরা আপডেট করে রাখি, যে যে সাইটে আমাদের পাবলিশার আইডি ব্যবহার করে বিজ্ঞাপন দেখাই আমরা। একটা অদ্ভুত কাণ্ড দেখে আমিও অবাক হলাম, কিকরে বিং.কম সাইটের নাম আসছে unauthorized sites তালিকায়? ভালো করে লক্ষ্য করুন গুগলের সতর্কবানী - The following sites are not in your Allowed Sites list but have displayed ads using your AdSense Publisher ID - তালিকায় দুটি সাইট দেখা যাচ্ছে, google.co.in এবং bing.com, তাইনা?
এই দুই সাইট আমার এডসেন্স পাবলিশার আইডি ব্যবহার করেছে? google.co.in সাইটের কথা নাহয় আমি ছেড়েই দিলাম, এডসেন্স এদেরই জিনিস, আমি এখন ভারতে থাকি, তাই ভারতীয় সার্চ সার্ভারে এদের কিভাবে কোন সেটিংয়ের কারনে এটা হয়েছে আমি জানিনা। কিন্তু বিং.কম? সেখানে কেমন করে আমার এডসেন্স পাবলিশার আইডি ব্যবহার হল? কে করলো? আশ্চর্যের ব্যাপার এই কারনে যে সার্চ তালিকায় শুধুই সাইটের পেজ টাইটেল, সামান্য বিবরণ আর পেজের ঠিকানা দেখায়। সেখানে কিকরেই বা আমার এডসেন্স পাবলিশার আইডি দিয়ে বিজ্ঞাপন প্রদর্শিত হয়?
অভিজ্ঞরা এই ব্যাপারে কিছু আলোকপাত করতে পারবেন?
লেখাটি এখানে প্রকাশিত হয়েছ | কোনো এক প্রযুক্তিপ্রেমী ব্লগার টেকটিউনসের সব লেখাই হুবুহু কপি করে চলেছেন। এই লেখাটি কপি হয়েছে এই ঠিকানায় http://bit.ly/c61uYo
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
রিয়া আপু
আমি জানি না তাই বলতেও পারলাম না
সোরি সোরি সোরি।
আপু অনেক দিন ধরে তোমাকে খুজছি কারণ আমি বাংলা টিউন করতে পারিছি না,
এম এস ওর্য়াডে বাংলা লিখে কপি টিউন পেস্ট করলে ইংরেজি হচ্ছে কি করব বল ???
বি দ্র-: রিয়া আপু তুমি বলার জন্য সোরি আমি আমার সব আপুদের কে তুমি করে বলি
http://bangla-keyboard.blogspot.com/