আস্লামুয়ালিকুম, Techtuner ভায়েরা কেমন আছেন ? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছেন. আজকে আমি ফ্রীলান্সার ভাইদের কাছে একটু পরামর্শ চাইব. আমার ফ্রীলান্সার.কম এর একটা নিউ প্রজেক্ট সম্পর্কে. আমি কিছু দিন আগে একটা প্রজেক্ট পাই ফ্রীলান্সার.কম এ. প্রজেক্ট টি হলো আমার বায়েরকে USA /Canadar ২৪০০ ওয়েবসাইট এর owner ইমেইল দিতে হবে যাদের (ওয়েবসাইট) পেজ rank লো এবং নিউ সাইট. ভাই আমি ভাবিনি যে আমি প্রজেক্ট টি পাব, জাস্ট বিদ করেছিলাম, পরে বায়ের আমাকে প্রজেক্ট টি দেয়, আমিও সাহস করে বলিজে পারব. কিন্তু নেয়ার পরে বুজেছি যে কতটা কঠিন কাজ, ম্যাক্সিমাম ওয়েবসাইট এই owner এর ইমেইল নেই সব জেনেরিক ইমেইল( সেলস, ইনফো) etc . ভাই techtunes .কম এ অনেক ভায়েরা আছেন যারা ফ্রীলান্সিং এর কাজ করেন. আপনাদের সহযোগিতা চাই ভাই প্লিয়াসে যদি হেল্প করেন যে কাজতা কিভাবে শেষ করতে পারব. কোনো softwere আছে কিনা বা কিভাবে owner এর ইমেইল পাব. please কমেন্ট এ আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম. ভাই আমি Data এন্ট্রি এর Research এর কাজ ভালো পারি, কিন্তু ইমেইল এর কাজটাতে সব গরবর পাকিয়ে ফেলি. Sayem
আমি sayem001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।