আমি প্রচণ্ড সমস্যা পড়ে আজকের এই টিউন করছি, আশাকরি উবুন্টুর মাস্টাররা আমাকে সাহায্য করবেন ।
আমি গতকাল আমার ল্যাপটপ Lenovo Z580 তে উবুন্টু 12.10 ইন্সটল দিয়েছি (ডুয়াল বুট এ উইন্ডোজ ৭ এর সাথে) ।
আমার সমস্যা গুলি হল
১) কোন গান বা ভিডিও চালাতে পারছিনা । কেবল দেখায় Python (v 2.7) requires to install plugins to play media files of the following type: MPEG-1 Layer 3 ( MP3) decoder .
২) আমি নেট কানেক্ট করার জন্য Micromax এর মোডেম ইউজ করি । কিন্তু উবুন্টুতে মোডেম ইন্সটল করতে পারছি না, ফলে নেট কানেক্ট করা সম্ভব হচ্ছে না ।
৩) আমার ল্যাপটপটার ভিডিও ড্রাইভার গুল পাচ্ছি না । এটাতে Nvidia 630M রয়েছে কিন্তু এটার ড্রাইভার সাথে Intel HD Graphics এর ড্রাইভার পাচ্ছি না ।
সাথে আমার কিছু প্রশ্ন আছে ।
১) লিনাক্স এর জন্য কি আলাদা সফটওয়্যার পাওয়া যায় ? মানে যেমন ধরুন বাংলা লেখার ক্ষেত্রে আমরা উইন্ডোজ এ অভ্র কীবোর্ড ইউজ করি কিন্তু উবুন্টুতে কিভাবে বাংলা লিখব ? উবুন্টুর জন্য কি আলাদা Google Chrome পাওয়া যায় ? এছারা আমাদের প্রতিদিনের ইউজ করা সফটওয়্যার গুলো কোথায় পাবো ?
আশা করি উবুন্টুর মাস্টাররা আমাকে সাহায্য করবেন । আপনাদের উত্তরের অপেক্ষায় বসে রইলাম ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি যদিও উবুন্তু ব্যবহার করি না তবুও এটা বলতে পারি যে মডেম ড্রাইভার গুলো উবুন্টু সাপোর্ট করেনা। আর অডিও ভিডিও ড্রাইভার আপনি নেট থেকে উবুন্টু এর জন্য ডাউনলোড করে নিতে পারেন।