সাহায্যঃ লাপটপ কিনতে আপনাদের পরামর্শ, মতামত, মন্তব্য ইত্যাদি শেয়ার করুন….

আসুন আমরা লাপটপ এর তথ্য শেয়ার করি

আমি একটি লাপটপ কিনতে চাই ।  কিন্তু কোন কোম্পানির (Sony vaio, Acer, HP, Asus, Toshiba, HP compaq, Dell, Fujitsu, MSI, Lenovo, etc )  লাপটপ এর পারফরমেন্স কেমন তা আমার জানা নাই ।

major laptop brands

আপনারা যারা লাপটপ ব্যবহার করেছেন ,   কিংবা অন্যান্যদের কাছ থেকে লাপটপ  প্রসঙ্গে ;  যা যা শুনেছেন  তা যদি একটু শেয়ার করতেন তাহলে আমার যেমন উপকার হয়,   তেমনি অন্যান্যরা যারা আগামীতে লাপটপ কিনতে চায়,  তারাও লাপটপ সম্পর্কে একটি সম্যক ধারণা রাখতে পারতেন, নিম্নোক্ত বিষয় গুলো শেয়ার করতে পারেন

১. কোন লাপটপ কেমন

২. কার পারফরম্যান্স কেমন

৩. কোনটির ব্যাটারির ব্যাকআপ ক্ষমতা কেমন,

৪. কোনটি ব্যবহারে সহজ

৫. কোনটিতে কি সমস্যা দেখা দেয়

৬. কোনটির সমস্যা কম দেখা যায়, ইত্যাদি

৭. কোন লাপটপটি  আপনার মতে ভালো ( ব্যবহারের আলোকে , মডেল নং  সহ )

যদিও ইন্টারনেটে লাপটপ রিভিউ সম্পর্কে অনেক সাইট রয়েছে  কিংবা লাপটপ এর কনফিগারেশন থেকেও জানা যায় , কিংবা এগুলো অনেক ক্ষেত্রে দামের উপরও নির্ভর করে,  তবুও  ব্যবহারকারীর অভিজ্ঞতার আলোকে জানা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার . অনেক আগে নেটের ইস্পিড  নিয়ে একটি টিউন দেখেছিলাম , সেখানে অনেকে তাদের ব্যবহৃত  নেটের ইস্পিড শেয়ার করেছিলেন.

তাই আপনাদের মূল্যবান পরামর্শ , মতামত, মন্তব্য, ইত্যাদি আশা করছি . অজানাকে জানাতে সাহায্য করুন .

Level 0

আমি তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

আমিও একটা ল্যাপটপ কিনতে চাই। উপরোক্ত বিষয় গুলো শেয়ার করলে উপকৃত হব।
ধন্যবাদ, তানভীর ভাই।

[email protected]