Toshiba 16GB পেনড্রাইভটার Intarnal যেই সফটওয়্যার দেওয়া ছিল তাই দিয়ে পেনড্রাইভ টা রাইট প্রটেক্ট করে ছিলাম।
কিন্তু পড়ে দেখি পেনড্রাইভ পুরটা টা রাইট প্রটেক্ট হইয়া গেছে । আর ঐ সফটওয়্যার টাও ওপেন হচ্ছে না।
পেনড্রাইভ রাইট প্রটেক্ট হওয়ায় এখন কিছু দেওয়া যায় না, কিছু নেওয়া যায় না, ফরম্যাট ও করা যায় না।
ফরম্যাট করতে গেলে বলে ইয়উর ড্রাইভ ইস রাইট প্রটেক্ট।
কি ভাবে রাইট প্রটেক্ট মুক্ত করবো ।নইলে আমার 16GB পেনড্রাইভ টা বাস হয়ে যাবে।
এখন কি করবো বুজতে পারতাছি না।
আশা করি টিউনার ভাইরা হেল্প করবেন ।
আমি ওয়াজেদ বিন রাজ্জাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://ftp.usboffice.kr/files/SMI_UFD_Utility.zip
http://blog.usboffice.kr/