আমার মতো আরো অনেকেই প্রিন্টার সম্পর্কে অনেক কিছুই জানেন না। তাই প্রিন্টার ও এর আনুষাঙ্গিক বিষয়ে পরিচিতি তুলে ধরলে আশা করি সকলেই উপকৃত হবেন। যেমন, টোনার, কার্ট্রিজ, প্রিন্টে ব্যবহৃত কাগজ ৭০/৮০ জি.এস.এম.(GSM), লেজার প্রিন্টারের ক্ষেত্রে চিপ পাল্টানো/ নতুন চিপ লাগানো, কালির প্রকারভেদ, লেজার-জেট/ ইঙ্ক জেট/ লেজার/ মনোক্রোম লেজার প্রিন্টার ইত্যাদি এই বিষয়গুলির একেকটির পরিচয় ও কোন্টা কোন্ ধরণের কাজে ব্যবহৃত হয়- এ নিয়ে প্রিন্টার ও এর সাথে সম্পর্কিত বস্তুর পরিচিতিমূলক টিউনের আবেদন করছি অভিজ্ঞ টিউনারদের কাছে। আশা রাখি আপনারা এগিয়ে আসবেন।
আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।