ল্যাপটপ এবং মোবাইল গুরুরা একটু দেখেন। HP 430 , NOKIA 6120c

(১)          আমার HP430(i3 2310, 2gb, 320gb)  ল্যাপটপ কিনলাম সেদিন মাত্র। এরই মধ্যে একবছর পার হয়ে গেল। এতদিন কিছুই হলনা। ওয়ারেন্টি পিরিয়ড শেষহওয়ামাত্রই সমস্যা শুরু হল।

সমস্যাঃ ল্যাপটপ চালু করলে কিছুক্ষন দীর্ঘ সময় ধরে বীপ(বায়োস) শব্দ করে তারপর  উইন্ডোজ ৭ চালু হয়। চালু হবার পর কিছুক্ষন টাচপ্যাড কাজ করেনা (কোমায় থাকে) তারপর কীবোর্ড দিয়ে কিছু করতে গেলে ন্যাভিগেশন কী এদিক সেদিক উঠানামা করে , মনে হয় যেন কেউ যেকোনো একটা নেভিগেশন কী চেপে রেখেছে। ৫-১০ মিনিট পর সবকিছুই ঠিক হয়ে যায়। মাঝে মাঝে অন্যান্য  কীও সমস্যা করে যেমনঃ Ctlr, Alt কী কাজ করেনা।
IDB তে নিয়ে যাবার পর বলছে কীবোর্ড বদলাতে হবে। দোকানভেদে ২০০০-৩৫০০ টাঁকা চেয়েছে।
* উইন্ডোজ দিয়েছি ঠিক হয়নি।

(২)        আমার নোকিয়া 6120c সেঁটের সমস্যা হল network  show করে ।কিন্তু, incoming/Outgoing কল এ network busy লেখা উঠে। মাঝে মাঝে মোবাইলের একটু দয়া হলে হতাৎ্‌ হতাৎ্‌ কল আসে বা যায়। soft reset দিয়ে ফ্যাক্টরি সেটিং দিয়েছি। ঠিক হয়নি।

Level 0

আমি গাং চিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছি University Of Information Technology And Sciences (UITS) এ। আপাতত কিছুই পারিনা। তবে চেষ্টা করছি শিখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস