সাহায্যঃ adsense পেতে আমাকে সাহায্যে করুন

আমি খুব কষ্টে আছি,অনেক try করেছি but google adsense পাই নাই,খুব খারাপ লাগতেছে.www.ourprob.blogspot.com এই ব্লগের কনটেন্ট আমি কোন সাইট থেকে copy করি নাই.বড় আশা ছিল adsense পাব কিন্তু সেটা আর পুর্ন হলো না,এখন আমি কি করব বুঝতেছি না.

দয়া করে আমাকে সাহায্যে করুন.

Level 0

আমি অর্নব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বৃষ্টিতে ভিঝি আগুনে পুড়ি ...........জীবন যেন এক সূতো কাটা ঘুড়ি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনার ব্লগ দেখলাম। জানুয়ারী মাসের শেষের দিকে শুরু করেছেন, মাত্র ১৫ দিনও হয়নি ব্লগের বয়স। গুগল এখনো জানেই না যে আপনি এই ব্লগ চালাবেন, নাকি কয়েকদিন পরে বন্ধ করে দেবেন। মাস খানেক ভালো করে ব্লগিং করুন, ব্লগে লেখা ভর্তি করুন। ব্লগের শিরোনাম “Our Prob”, বদলে ফেলুন এই শিরোনাম। এটা দেখলেই মনে হবে আপনি সমস্যায় ভরা বাংলাদেশের ছবি তুলে ধরতে ব্লগিং করছেন। পৃথিবীতে অনেক সমস্যা আছে, তার উপরে আরো সমস্যার কথা শোনাতে চান পাঠককে? সমাজসেবী ও জনদরদী ছাড়া কেউ বা শুনতে চাইবে? যা লিখছেন তাই লিখুন, তবে শিরোনাম বদলে নিন। ব্লগ বিবরণ দিয়েছেন “problems of bangladesh”, এটাকে আরেকটু সাজিয়ে তুলুন। মানে, আপনি শুধুই সমস্যার বিবরন দিয়ে যাচ্ছেন এমন ধারনে হতে দেবেন না শিরোনাম/বিবরনে।

ডিফল্ট ব্লগার টেমপ্লেট দিয়ে কাজ চালাচ্ছেন, সুন্দর একটা টেমপ্লেট বেছে নিয়ে তাতে ভালো করে উইজেট সাজান – ব্লগ আর্কাইভ/পোস্ট লেবেল/রিসেন্ট পোস্ট ইত্যাদি দিন। পাঠক এলে যাতে ব্লগের সব কিছু ভালোভাবে খুঁজে পায় সেইসব হদিশ সাইডবারে দিন। এক মাস ভালো করে ব্লগিং করে তারপরে নাহয় এডসেন্স একাউন্টের জন্য আবার আবেদন করবেন। নতুন ব্লগ খুলেই কয়েকদিনের মাথায় আবেদন করলে গুগল একাউন্ট দেবেনা। আয়ের আশায় কোটি কোটি ব্লগার একাউন্ট খুলেছেন, পরে হতাশ হয়ে চালাতে না পেরে ছেড়ে দিয়েছেন মাঝপথে। ফলে একাউন্টের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এখন গুগল সব দেখেশুনে তবেই একাউন্ট দেবে এটাই স্বাভাবিক।

আপনাকে অনেক ধন্যবাদ.

গুগল চায় কনটেন্ট । কনটেন্ট বলতে এখানে ছবি, গান ,ভিডিও বোঝোয় না, শুধুমাত্র লেখাকে বুঝায়।ভিডিও,ছবি, গান এসব গুগলের কাছে তেমন গুরুত্বপুর্ন নয়।তাই নিজে নিজে উন্নতমানের কনটেন্ট লেখার চেষ্টা করুন।সমস্যার কথা শুনে মানুষ আপনার ব্লগ দেখার আগ্রহ হারিয়ে ফেলবে।