টেকটিউনস এ অনেক অভিজ্ঞ ভাইয়েরা থাকেন । আমাদের মত যারা অনলাইনে আয়ের পথে নতুন তারা সবসময়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় । আশা করি অভিজ্ঞ ভাইয়েরা আমার সহ যারাই নতুন, তাদের সাহায্য করে তাদের একটি সঠিক পথের দিশা দিবেন...
আজ আমি যে প্রশ্নগুলোর সম্মুখীন তা হল
১) liberty reserve হতে কি $$ mastar card এ ট্রান্সফার করা যায় ?
২) liberty reserve কি মানি বুকারের মত অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা লাগে ??
৩) আমি ফরেক্স এ কাজ করি । ওখানে দেখলাম মিনিমাম $50 হলে মাষ্টার কার্ড এ $ ট্রান্সফার করা যায়। যদি $50 এর কম হয়, তবে মাষ্টার কার্ডে ডলার লোড করার কি কোন উপায় আছে ??
৪) Liberty reserve এর চেয়ে মানি বুকারে ঝামেলা বেশি না কম ?? এ ব্যাপারে অভিজ্ঞ ভাইদের মতামত কি ?
আমি খালেদ জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১।লিবার্টি রিজার্ভের টাকা এক্সচেঞ্জ করতে হয়, মাস্টার কার্ডে সরাসরি উইথদ্র করা যায় না।
২।লিবার্টি রিজার্ভ এ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা লাগে না।
৩।যদি আপনি মাস্টার কার্ড দিয়ে ডিপোজিট করেন তবেই মাস্টার কার্ড দিয়ে উইথদ্র করতে পারবেন। ৫০ ডলার হতেই হবে এমন না। প্রত্যেক ব্রোকারের জন্য আলাদা মিনিমাম উইথদ্র।
৪।মানি বুকারসের টাকা সরাসরি ব্যাংকে নিয়ে আসা যায়। তবে মানিবুকারস এ ভেরিফিকেশন প্রয়োজন হয়।