অনেক দিন হল চিন্তা করছিলাম যে, টিউনে জিজ্ঞাসা করব, "একটি গুগল আদসেন্স আকাউন্তে কি একাধিক ওয়েব সাইট এর জন্য ব্যবহার করা যায়।"
আমার ধারনা যে, একটি আকাউন্তে একাধিক ওয়েব সাইট ব্যবহার করা যায়। কিন্তু আমি এই বেপারে সিউর না।
আমার কোন আদসেন্স এর একাউন্ত নেই, এমনকি বেশি ভাল ধারনাও নেই। যে টিউন এর ভাইয়েরা আদসেন্স এর একাউন্ত ব্যবহার করেন এবং গগুল এর অ্যাডসেন্স এর নিয়ম জানেন, সেই ভাইদেরকে বিষয়টা শেয়ার করতে অনুরধ করছি।
সেই সাথে গুগল অ্যাডসেন্স এর বন্ধ করে দেয়ার কারন গুলো কি কি জানালে খুশি হব। কমেন্ট এর আশায় রইলাম।
সবাইকে ধন্যবাদ।
আমি nhshaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করা যায়! Custom channel ক্রিয়েট করে সর্বোচ্চ ৫০০ সাইট এ ইউজ করা যায়।