সবাইকে আন্তরিক শুভেচ্ছা , আমার একটি চায়নিজ এন্ড্রয়েড ট্যাব আছ্ে মডেল XZPAD৭০০. আমি এটাকে রুট করতে গিয়ে কেন জানি ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায়।তখন কোনো সফটওয়্যার SD কার্ডে ইন্সটল করতে গেলে হয়না বরং TAB রিস্টার্ট হয়।At that time আমার ৮জিবি মেমোরি থেকে ফাইল রিট করা যেত। পরে আমি ROM ফরম্যাট করলে ট্যাবটি আর বুট হচ্ছেনা। BUT ইউএসবি ক্যাবল দিয়ে পিসিতে সংযোগ দিলে বুট হয় BUT কোনো কাজ করেনা আবার ইউএসবি ক্যাবল বিচ্ছিন্ন করলে ট্যাব বন্ধ হয়ে যায়। এখন আমার ৮জিবি মেমোরি কাডর্ ও পায়না। কয়েকবার রিকোভারী ও ফ্যাক্টরী সেটিংস করেছি কিছু হয়না। দয়াকরে এক্সপার্টগন সাহায্য করুন (মনটা অনেক খারাপ হয়ে গেছে) PLESE PLESE HELP ME
আমি ALI AKBAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে সাফল্যের জন্য সবচেয়ে জরুরী বিষয় কোনোটি ?অনেকে মনে করেন সাফল্যের মূল রহস্য ভাগ্য, কেউ মনে করেন সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম , কেউ বা মনে করেন কাজের প্রতি ভালোবাসা বা মানসিক শক্তি কেউ মনে করেন জ্ঞান বা বিদ্যা ই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি