অনেক দিন পর আবার একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি টেকটিউনসে। আমি কিছু দিন আগে একটি locked iPhone 4S কিনে তা gevey unlock করি। ফোনটি ব্যবহার করার শুরুর পর থেকে যে বিরক্তিকর সমস্যাটি আবিস্কার করি তা হচ্ছে কল আসলে আমার বেশির ভাগ কন্টাক্টের নাম শো করে না, অথচ আমার ফোনবুকে তা সেইভ করা রয়েছে। অনেকে বলেছিলেন নম্বর সেইভ করার আগে বাংলাদেশের কান্ট্রি কোড +৮৮০ যোগ করতে কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এটা কি gevey unlock এর কারনে হচ্ছে নাকি তা কেউ বলতে পারেনি।আমি বর্তমানে iOS 5.1.1 ব্যবহার করছি। অনেকেই বলেছেন এটা এই ভারশনের সমস্যা iOS 6 এ আপগ্রেড করলে ঠিক হয়ে যাবে।আসলেই কি তাই? যদি তাই হয় তাহলে আমার প্রশ্ন দুইটা
১। যদি আমি iOS 6 এ আপগ্রেড করি তাহলে কি আমার ফোন আবার lock হয়ে যাবে?
২। আর যদি এটা iOS এর সমস্যা না হয় তাহলে সমাধান কি?
ভাইয়ারা খুবই সমস্যার মধ্যে আছি, উপকারের আশায় রইলাম।
আমি sid khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
already iOS 6.1.2
weekly, monthly update hocche, update kore dei sathe sathe wifi diye
kokhonoi apnar phone update dite giye abar lock hobe na
apni nir voye update dan
asa rakhi somadhan paben
all contact er aghe +880-0000000000 diye save kore rakben