সবাইকে সালাম জানাই । টেকটিউনস এ এইটা আমার প্রথম পোষ্ট । আমি একজন ননটেকি লোক । সুতরাং স্বাভাবিক ভাবে আমার টেকি জ্ঞান কম । টেকটিউনসে এসেছি টেকি পন্ডিতদের কাছে থেকে টেকি বিষয়ক কিছু জ্ঞান আহরন করতে ।
এবার আসল কথায় আসি, গত ২৬ তারিখ কিউবি ল্যাপটপ মেলা থেকে এসার কোম্পানীর একটা ল্যাপটপ কিনেছি । ভালই চলছিল, কিন্তু গত কাল থেকে অপারেটিং বিষয়ক একটা সমস্যা দেখা দিয়েছে । Windows Photo Viewer দিয়ে ছবি দেখলে মাঝে মাঝে COM Surrogate has stopped working লেখাটা আসছে এবং Photo Viewer টা বন্ধ হয়ে যাচ্ছে । গুগলে সার্চ দিয়ে এই সমস্যা সমাধানের বেশ কিছু টিপস পেলাম কিন্তু সেগুলো আমার সমস্যার কোন সমাধান দিতে পারেনি । এখন এসার এর সার্ভিস সেন্টার এ যে যাব সেই সময় টুকু বের করতে কষ্ট হবে । তাই টেকটিউনসের স্বনামধন্য টেকি পন্ডিতদের কাছে আমার অনেক শখের ল্যাপটপ টার সমস্যার সমাধান আশা করছি ।
আমি mgrp। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা উইন্ডোজ দিয়ে দেন। আশা করি প্রবেল্ম সল্ভ হবে