অ্যান্ড্রয়েড গুরুদের সাহায্য প্রয়োজন। না দেখে যাবেন না।

প্রিয় টেকি অ্যান্ড্রয়েড গুরুরা। আমি টেকটিউনস এ নতুন। আমার ওয়ালটন প্রিমো নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কয়েকদিন আগেই আমি ওয়ালটন কাস্টমার কেয়ারে ফোনটি দিয়েছিলাম এবং ICS 4.0  এ আপডেট করে দিতে বলেছিলাম । কাষ্টমার কেয়ার আপডেট করে দিয়েছে ঠিকই কিন্তু আমার রমের জায়গা নিয়ে খুব সমস্যা হচ্ছে। কয়েকটি অ্যাপস ইন্সটল করলেই মেমরী প্রায় ফুল হয়ে যায়। এদিকে আমি রুট করার মত যথেষ্ট সাহসী নই। খুজতে খুজতে তাহিদুল ইসলাম ভাইয়ের @tahidul_saimon একটি পোষ্ট পেলাম এখানে। আজ সারাদিন সেটা দিয়ে চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। সব কিছূ ঠিক আছে, সব কিছু ঠিকই দেখায় কিন্তু ফোন মেমরি থেকে এ্যাপস এসডি কার্ডে ট্রান্সফার করা যায় না। ২-১ টা এ্যাপস এর নাম দিচ্ছিঃ রিদমিক কিবোর্ড, ক্যাসপারস্কি, টাচপাল, এমকেভি প্লেয়ার ইত্যাদি ট্রান্সফার করা যায়না। আমি @tahidul_saimon ভাইকে কমেন্ট এ লিখেছি কিন্তু রেসপন্স পাচ্ছি না। আপনারা অ্যান্ড্রয়েড গুরুরা আমাকে অনুগ্রহ করে একটু হেল্প করতে পারলে আমার অনেক উপকার হয়।

Level 0

আমি স্বপ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://jabadbd24.blogspot.com/2013/01/increase-android-phone-storage-move.html

try koira dhaken root chara o kicu apps sd card a move korte parben….

    @নেটিজেন।: অসংখ্য ধন্যবাদ ভাই। কাজ করছে। কিন্তু আরেকটি সমস্যা দেখা দিয়েছে ফ্রী মেমরি বেশ কিছুক্ষণ পর পর কমে যাচ্ছে। এরজন্য কি করতে পারি?

Oi long tutorial follow korar che root kore felun. Ar root kora moderate level er user holei hoi. Bootloader unlock korle kotha chilo. So, root kore felun.

    @mmhasanovee: @mmhasanovee: ভাইয়া মোবাইলে এখনও প্রায় ৮ মাসের ওয়ারেন্টি রয়েছে। তাই আসলে রিস্ক নিতে খুব ভয় পাচ্ছি। আপনার পরামর্শ খুব ভাল লাগল। দেখি সাহস করতে পারি কিনা।

এ্ই সমস্যায় আমিও পরেছিলাম. এখন মুক্ত। আমার সাথে যোগাযোগ করেন। http://www.facebook.com/nerobtuner

    @নিরব টিউনার: ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখানে যদি একটু ডিটেইলস বলতেন তাহলে আমার বেশ উপকার হত।