প্রিয় টেকি অ্যান্ড্রয়েড গুরুরা। আমি টেকটিউনস এ নতুন। আমার ওয়ালটন প্রিমো নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কয়েকদিন আগেই আমি ওয়ালটন কাস্টমার কেয়ারে ফোনটি দিয়েছিলাম এবং ICS 4.0 এ আপডেট করে দিতে বলেছিলাম । কাষ্টমার কেয়ার আপডেট করে দিয়েছে ঠিকই কিন্তু আমার রমের জায়গা নিয়ে খুব সমস্যা হচ্ছে। কয়েকটি অ্যাপস ইন্সটল করলেই মেমরী প্রায় ফুল হয়ে যায়। এদিকে আমি রুট করার মত যথেষ্ট সাহসী নই। খুজতে খুজতে তাহিদুল ইসলাম ভাইয়ের @tahidul_saimon একটি পোষ্ট পেলাম এখানে। আজ সারাদিন সেটা দিয়ে চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। সব কিছূ ঠিক আছে, সব কিছু ঠিকই দেখায় কিন্তু ফোন মেমরি থেকে এ্যাপস এসডি কার্ডে ট্রান্সফার করা যায় না। ২-১ টা এ্যাপস এর নাম দিচ্ছিঃ রিদমিক কিবোর্ড, ক্যাসপারস্কি, টাচপাল, এমকেভি প্লেয়ার ইত্যাদি ট্রান্সফার করা যায়না। আমি @tahidul_saimon ভাইকে কমেন্ট এ লিখেছি কিন্তু রেসপন্স পাচ্ছি না। আপনারা অ্যান্ড্রয়েড গুরুরা আমাকে অনুগ্রহ করে একটু হেল্প করতে পারলে আমার অনেক উপকার হয়।
আমি স্বপ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://jabadbd24.blogspot.com/2013/01/increase-android-phone-storage-move.html
try koira dhaken root chara o kicu apps sd card a move korte parben….