আমার একটা খারাপ স্বভাব হয়ে গেছে প্রবলেম এ পড়লেই আপনাদের কাছে সাহায্য চাই...
আশা করছি আপনারা তাতে রাগ করবেন না। যাই হোক আসল কথাই আসি।
ভাই আমি চাচ্ছি নতুন একটা সাইট করতে ।। এখন কোথা থেকে ডোমেইন আমি কম খরচে কিনতে পারি ??? ( .com )
আর একটা বিষয় হচ্ছে। হোস্টিং কোথায় করব।এক্ষেত্রে কি ফ্রী হোস্টিং নিতে পারি ??? নাকি এক্ষেত্রে সমস্যা হতে পারে? ???
ভুল হলে ক্ষমা করবেন...
আমি অনিক মাহমুদ চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কমদামে ডোমেইন কিনতে পারেন namecheap থেকে আর যদি কনফিউশনে থাকেন তাহলে Godaddy থেকে কিনতে পারেন, Godaddy অনেকদিন আগে (.com) নাম মাত্র মুল্যে বিক্রির অফার দিয়েছিল, যদি থাকে তাহলে এখান থেকে কিনতে পারেন।
আর Hosting…
এই দুনিয়ার সবাই বলে ফ্রী hosting বলে, ফ্রি hosting নেয়া মানে নিজের গায়ে লাক্স সাবান মেখে বুড়িগঙ্গার পানিতে গোসল করা একই কথা,
যদি পারেন হোস্টিং কিনে নিবেন…
সে ক্ষেত্রে আপনার কিকি সার্ভিস ব্যবহার করবেন, তার উপর নির্ভর করে..
Best of luck..
chesave.com