সাহায্যঃ আমার কম্পিউটারের জন্য আপনাদের নিকট সামান্য সাহায্য আসা করছি।

আমার কম্পিউটারটি একটি পুরাতন কম্পিউটার।এখন এটি দিয়ে আমি নিচের সফটওয়্যার গুলো ব্যবহার করি বা এই সফটওয়্যার গুলো Set-up করা আছে ।

untitledd

যেহেতু আমার সামথ্য নেই বেশী দামী কম্পিউটার কেনার তাই কিভাবে আমি এটি কম্পিউটারটি কম খরচে আরও উন্নত করতে পারব।

আমার কম্পিউটারের CPU Configar

untitled

দয়া করে আমাকে সাহায্য করুন…………

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কম্পিউটার এর দ্রুততা(পারফমেন্স)মূলত প্রসেসর আর র‌্যামের উপরে নির্ভর করে।এ দুটি আপগ্রেড করে নিলেই বেশ ভাল সার্ভিস পাবেন।বাজেট যদি একদম কম হয় আপাতত আরেকটা র‌্যাম লাগিয়ে নিতে পারেন এতে কিছুটা পারফমেন্স বাড়বে।এছাড়া অপ্রয়োজনীয় সফটওয়ার আনইনস্টল করা বুদ্ধিমানের কাজ।যেমন অভ্র আছে তাহলে বিজয় আনইনস্টল করতে পারেন।

    Level 2

    thx…………a lot vai.apner kotha moto RAM lagachi.

রেজওয়ান ভাইয়ের সাথে সহমত ।

আলমাস ভাই, রেজওয়ান ভাই যে কথা বলেছেন সেভাবে র‌্যাম লাগিয়ে নিতে পারেন এতে কিছুটা পারফমেন্স বাড়বে কিন্তু আপনি আপনার কাঙ্খিত স্পিড পাবেন না। প্রসেসর আর র‌্যাম যে টাকা দিয়ে কিনবেন সেই টাকার সাথে তার সাথে আরো কিছু টাকা এড করে আপনার কম্পিউটার টা বিক্রি করে নতুন একটা কিনে নেওয়া ভালো হবে। উল্লেখ যে এখন ১৫০০০-২০০০০ টাকায় ভালো কম্পিউটার পাবেন। ধন্যবাদ।