উবুন্টু সেটআপ দেয়ার পর উইন্ডোজ দিলে গ্রাব মেনু টা আর পাওয়া যায় না। কিন্তু উবুন্টু সেটআপ দেয়া অবস্থাই থাকে। ফলে শুধু উইন্ডোজ ওপেন হয় কিন্তু উইন্ডোজ আর উবুন্টু সিলেক্ট করার যে গ্রাব মেনু ওটা আর আসে না। ফলে উবুন্টু আবার ইন্সটল দিয়ে গ্রাব মেনু আনা লাগে। এতে করে উবুন্টু এর সব ইন্সটল ফাইল চলে যায়। আমি চাচ্ছি এমন কোন সিস্টেম আছে কি যাতে করে উইন্ডোজ কতবার ইন্সটল দিই দিই যাতে করে উবুন্টু এর গ্রাব মেনু চলে না যায়। অথবা উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে উবুন্টু ইন্সটল দিয়ে আবার যদি উইন্ডোজ ইন্সটল দিই যাতে উবুন্টু এর গ্রাব মেনু আবার ফিরিয়ে আনতে পারি এমন কোন সিস্টেম কারো জানা থাকলে দয়া করে জানাবেন প্লিজ।
আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.