ক্যানন iP 2772 কার্টিজ রিফিল বিষয়ে বিস্তারিত জানতে চাই।

আমি ক্যাননের পিক্সমা iP 2772 প্রিন্টার ব্যবহার করি। কয়েক দিন হল কালো কালি শেষ হয়ে গেছে। কার্টিজ কেনার মত সঙ্গতি নেই। তাই ভাবছি রিফিল করবো, কিন্তু রিফিল বিষয়ে তেমন কোন জ্ঞান নেই। বাজারে গেলে দু ধরণের কালি দোকানদাররা দেখায়। একটা নাকি ড্রামের অন্যটা রিফিলের। কিন্তু ঠিক বুঝতে পারছি না। কিভাবে কালিটা ব্যবহার কররো। যারা ক্যানন ব্যবহার করেন তারা বিষয়টা একটু বললে উপকৃত হতাম। আর iP 2772 ড্রাম করা যায় কিনা জানাবেন, গেলে কেমন খরচ হবে ইত্যাদি।

Level 0

আমি শুভো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ড্রাম লাগিয়ে নিন ( নিল্কখেতে দেখে থাকবেন), ১০০০ টাকার মত লাগবে, কালি শেষ হয়ে গেলে শুধু ড্রাম বদল করবেন, এতে হেড ভাল থাকবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন…

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।