সবাইকে শুভেচ্ছা
আমি একটি জটিল সমস্যার মধ্যে পড়েছি অনেককে এই সমস্যার কথা বলেছি কিন্তু কেউ সমাধান দিতে পারে নাইশেষ পর্যন্ত টেকটিউনস এর দারস্থ্য হলাম আমার একটি সাইবার ক্যাফে আছে গতকিছু দিন যাবৎ একটি সমস্যার মুখোমুখি হয়েছি যা কিছুতেই সমাধান করতে পারছি না সমস্যাটা হল আমার PC গুলোতে আমার ব্যবহৃত পেনড্রাইভ ও র্কাড রিডার ব্যবহার করা যায় কিন্তু অন্য কোন পেন ড্রাইভ ও র্কাড রিডার ব্যবহার করা যায় নাএখানে উল্লেখ্য যে নতুন করে WINDOWS SETUP দিলে সকল ধরনের পেন ড্রাইভ ,র্কাড রিডার,USB DRIVE ব্যবহার করা যায় কিন্তু ৪/৫ দিন পর আমার ব্যবহৃত পেন ড্রাইভ ও র্কাড রিডার ছাড়া অন্য কোন পেন ড্রাইভ ,র্কাড রিডার,USB DRIVE ব্যবহার করতে পারি না আমি সব PC তে এন্টিভাইরাস ব্যবহার করি এবং নিয়মিত আপডেটকরি
এই সমস্যার সমাধান চাই...............
আমি জাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এ রকম সমস্য আমার ও হয়েছিল।আপনি আপনার HDD টা Format দিয়ে নতুন করে partition দেন ।আমার মনে হয় তাহলে ঠিক হয়ে যাবে।