অনেক কষ্ট করে Paypal ভেরিফাইড করেছি বাংলাদেশ থেকে।মুটামুটি ৯০ পারসেন্ট প্রোফাইল Complate করেছি।কিন্তু মোবাইল ভেরিফিকেশন বাকি রয়েছে। যার জন্য যদি কোন পায়মেন্ট করি তা ২১ দিন এর জন্য আটকে দেয়। এখন আমি তো আর ইউএসএ থাকি না যে আমার ইউএসএ নাম্বার থাকবে ,আর চাইলেই মোবাইল ভেরিফিকেশন করতে পারবনা।
তাই ইউএসএ এ অনেক বাংলাদেশি ভাই আসেন যারা ইচ্ছা করলে আমার অ্যাকাউন্ট মোবাইল ভেরিফিকেশন টা ভেরিফাই করে দিতে পারেন। আশা করি কেউ না কেউ হেল্প করবেন।
যদি কেউ দয়াবান হন তাহলে আমাকে ইমেইল অথবা কল করে সাহায্য করতে পারেন
আমার ইমেইল[email protected]
আমার মোবাইল-8801818822630
আর কারো দরকার লাগলে আপনার পায়পাল ভেরিফাইড করে দিতে পারব।
আমি ভাঙা তীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশায় আমি এক জন ছাত্র। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট ব্যাবহার করি।বেশি ভাগ সময় পড়াশুনায় ব্যস্ত থাকি।সময় পেলে তথ্য ও প্রযুক্তি নিয়ে ঝাপিইয়ে পড়ি।এর বেশি কিছু আর বলার নেই।
আপনাকে একটা মেইল পাঠিয়েছি। দেখতে পারেন।