আসসালামুআলাইকুম ভাইয়েরা। আজকে আপনাদের কাছে একটা সাহায্যের জন্যে এসেছি। আশা করি কোন না কোন সহৃদয়বান ভাই আমাকে সাহায্য করবেন। আমি ২ টা ডোমেইন কিনতে চাই godaddy.com থেকে। কিন্তু আমার কোনো ক্রেডিট কার্ড নাই, পেপাল/ অ্যালার্টপে/ মানিবুকার্স এ ও কোনো অ্যাকাউন্ট/ ব্যালেনস নাই। কোনো সহৃদয়বান ভাই কি আমাকে ডোমেইন ২ টা কিনতে সাহায্য করতে পারেন? ধন্যবাদ!
আমি Abdullah Al Imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
H! I am Abdullah-Al-Imran. I am a college student and at present I am in Dhaka College. I live at Demra in Dhaka. I really love technology and computing.
আমারও একটা ডোমেইন কেনার দরকার। কিন্তু ভাবছি দেশি কোম্পানি থেক নিলে বেশি ভালো হবে নাকি বিদেশি কোম্পানি থেকে নিব। এখন দেশি সাইট গুলোও নাকি ভালো সার্ভিস দিচ্ছে। অবশ্য নিশ্চিত ভাবে কিছু জানিনা।
গোড্যাডি থেকে ডোমেইন নিতে হলে ইন্টারন্যশনাল ক্র্যডিট কার্ড বা পেপালের একাউন্ট (ডলার সহ) দরকার।
আমার এক পরিচিত লোক আছে, যিনি নেটে বিভিন্ন ধরনের কাজ করে টাকা আর্ন করেন। এবং তার কাছে কার্ড ও পেপালের একাউন্টও আছে। আপনি আমাকে মেইল করলে আমি তার সাথে যোগাযোগ করে দেখতে পারি। তিনি হয়তো কিনে দিতে পারবেন। আমার মেইল [email protected]