সকল গেমার ভাইদের কাছে আকুল আবেদন একটু সাহাজ্য করে যান।

ভাইয়েরা একটা সাহাজ্য চাই। অনেকদিন কোন গেম খেলিনা পিসিতে। হটাৎ মনে গেম খেলার খায়েস জাগছে। লাস্ট পিসিতে গেম খেলছিলাম Devil May Cry 4। বর্তমান গেমের ব্যাপারে কোন আইডিয়া নাই আমার। আপাতত ৬-৭ হাজার টাকা খরচ করে গ্রাফিক্স কার্ড কিনলে কি আমি বর্তমান সব গেম খেলতে পারব? এই দামে গ্রাফিক্স কার্ড কি আমার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে? এই দামে কোন কার্ড কিনলে ভাল হবে ?  এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমাকে হেল্প করেন পিলিজ। নিচে আমার পিসির কনফিগারেশন দিলাম।

CPU : Intel Core i3 2100 @ 3.10GHz
RAM : 2.00 GB Single-Channel DDR3 @ 665MHz(আর একটা 2.00 GB কিনব)
Motherboard : Gigabyte Technology Co., Ltd. H61M-D2-B3

Level 2

আমি utshoo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো হবে “Radeon HD 6570 2GB DDR3” । এখন পর্যন্ত রিলিজ হওয়া প্রায় সব গেম আপনি এটা দিয়ে খেলতে পারবেন। As for example “Dead Space 3″। আর ২ জিবি র‍্যাম অবশ্যই কিনবেন। নাহলে হাই কনফিগারেশনে গেম খেলতে পারবেন না। এই লিঙ্ক থেকে গ্রাফিক্স কার্ডটির রেটিং ও স্পেসিফিকেশন দেখে নিন “http://www.game-debate.com/hardware/index.php?gid=658&graphics=Radeon%20HD%206570%202GB%20DDR3″।

Level New

DMC 4 (DMC) khelte high quality graphics need hoy na. intel hd 3000 te onek fast chole.

    Level 2

    @saif_precio:
    হ্যা।কিন্তু আমি যখন DMC 4 খেলি তখন সেটা অনেক হাই গ্রাফিক্স এর গেম ছিল। তখন আমার গ্রাফিক্স কার্ড ছিল Asus Nvidia Geforce 9600 GT। তখন যে গ্রাফিক্স কার্ডটা নষ্ট হল আর কোন গ্রাফিক্স কার্ড কিনা হয়নাই আমার।

Level New

Raedon theke Nvidia valo. 6-7 hazar a nvidia er valo maner graphics card paben

    Level 2

    @saif_precio:
    ভাই আমিও Nvidia এর ফ্যান। আমি Raedon এখনও চালাইনাই। কিন্তু বাজারে দেখি সবই Raedon। Nvidia এর গ্রাফিক্স কার্ড খুব কম পাওয়া যায়। ৭-৮ হাজারে Nvidia এর কোন গ্রাফিক্স কার্ড পাব একটু বিস্তারিত বলেন।

Level 0

@ utshoo
GeForce GTX 650 এর দাম পড়বে ৮৫০০ টাকার মত আর Radeon HD 7750 1GB GDDR5 আর দাম পড়বে ৮০০০ টাকার মত। আনন্দের ব্যাপার এই যে এই গ্রাফিক্স কার্ডগুলোর জন্য কোন এক্সট্রা পাওয়ার সাপ্লাই লাগবে না। আপনার ডেস্কটপের পাওয়ার সাপ্লাই কত ওয়াটের? ৪০০ ওয়াটের হওয়া লাগবে। আর HD6670 1GB এর কনফিগারেশন Radeon HD 6570 2GB DDR3 এর তুলনায় খুব বেশি না কিন্তু দাম ২০০০ টাকা বেশি। HD6670 1GB এর Performance মাত্র ১১% বেশি Radeon HD 6570 2GB DDR3 এর তুলনায়। আপনার জন্য সবচেয়ে ভালো হবে Radeon HD 7750 1GB GDDR5। ভাই আমিও Nvidia এর ফ্যান ছিলাম কিন্তু এখন আর নাই। শুধুশুধু দাম নেয় আর কাজের বেলায় কিছুই নাই। কমপেয়ার করে দেখেন Radeon HD 7750 1GB GDDR5 এর দামে এই Performance এর Nvidia এর কিছু খুজে পান কিনা। পাবেন না। হয়ত ২৫ টা খুজলে ১ টা পাবেন।

@Kabbo: ভাই, আপনি ভুল বললেন । Nvidia শুধু দামে না, কাজের বেলায়ও শ্রেষ্ঠ । যেমন, CPU এ সেরা intel তেমনি, GPU এ সেরা nVIDIA । আমি এখনও XFX nVIDIA 9500 GT 1GB ব্যবহার করে নতুন গেমর্সগুলো খেলছি । যেমন, GRID 2 , DMC 5 , Far Cry 3 ….. ।