ভাইয়েরা একটা সাহাজ্য চাই। অনেকদিন কোন গেম খেলিনা পিসিতে। হটাৎ মনে গেম খেলার খায়েস জাগছে। লাস্ট পিসিতে গেম খেলছিলাম Devil May Cry 4। বর্তমান গেমের ব্যাপারে কোন আইডিয়া নাই আমার। আপাতত ৬-৭ হাজার টাকা খরচ করে গ্রাফিক্স কার্ড কিনলে কি আমি বর্তমান সব গেম খেলতে পারব? এই দামে গ্রাফিক্স কার্ড কি আমার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে? এই দামে কোন কার্ড কিনলে ভাল হবে ? এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমাকে হেল্প করেন পিলিজ। নিচে আমার পিসির কনফিগারেশন দিলাম। CPU : Intel Core i3 2100 @ 3.10GHz RAM : 2.00 GB Single-Channel DDR3 @ 665MHz(আর একটা 2.00 GB কিনব) Motherboard : Gigabyte Technology Co., Ltd. H61M-D2-B3
আমি utshoo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো হবে “Radeon HD 6570 2GB DDR3” । এখন পর্যন্ত রিলিজ হওয়া প্রায় সব গেম আপনি এটা দিয়ে খেলতে পারবেন। As for example “Dead Space 3″। আর ২ জিবি র্যাম অবশ্যই কিনবেন। নাহলে হাই কনফিগারেশনে গেম খেলতে পারবেন না। এই লিঙ্ক থেকে গ্রাফিক্স কার্ডটির রেটিং ও স্পেসিফিকেশন দেখে নিন “http://www.game-debate.com/hardware/index.php?gid=658&graphics=Radeon%20HD%206570%202GB%20DDR3″।