ফটোশপ এক্সপার্ট ভাইরা একটু হেল্প করেন প্লিজ ।

আমি গত কিছু দিন আগে এক বড় ভাই থেকে ফটোশপ সিএস৫ আর ফটোশপ ইলাস্ট্রেটর টা পেনড্রাইভ এ করে নিছিলাম । এখন  আমার কম্পিউটার এ ইন্সটল দেয়ার পরে সিরিয়াল কোড চায় । কিন্তু আমার কাছে তো সিরিয়াল কোড নাই । ফটোশপ টা ওপেন করলেই সিরিয়াল কোড চায় বারবার। ফেসবুক এ এক বড় ভাই কিছু কোড দিছিলো তার মধ্যে ২/১ টা দেওয়ার পরে CORRECT লেখা আসে। কিন্তু ফটোশপ টা কেটে আবার ওপেন করলে আবার কোড চায়। একটু আগে যে কোড টা CORRECT লিখা আসছিল এখন সেই কোড টাও কাজ করে না । আমি সিরিয়াল কোড টা কোনখান থেকে পাবো এক্সপার্ট ভাইরা প্লিজ একটু হেল্প করেন প্লিজ।

Level 0

আমি Jubaer_Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস