ওয়ার্ডপ্রেস Log in সমস্যা, আমি এখন কি করতে পারি ?

আসসালামু আলাইকুম,

প্রিয় টিউনার ভাইয়ারা, আশা করি সবাই ভাল আছেন। আমি নতুন যুক্ত হয়েছি আপনাদের সাথে । প্রথমেই একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি।

আমি ৪-৫ দিন আগে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুললাম। এই কয়েকদিন চালালাম, বিভিন্ন সেটিং করলাম আপনাদের দেয়া ওয়ার্ডপ্রেস সংক্রান্ত টিউন পড়ে। আজ মোবাইল দিয়ে লগিন করতে পারলাম না। বাসায় গিয়ে কম্পিউটার দিয়ে লগিন করতে গিয়ে দেখি কিসের যেন এ্যাড দেখায়। গেলাম জিমেইল-এ । গিয়ে দেখি একটি ম্যাসেজ এসেছে ৪ ঘন্টা আগে। ম্যাসেজটি এমন-

Dear Valued Customer,
As a result of the high MySQL server load and resource usage, your account      -----------------      was suspended.
If this is the normal usage / behavior for your website, you should consider upgrading to a premium account:
Every premium account includes a free domain name, huge disk space, traffic quotas and  hundreds of extra features:
If your account is suspended over 40 times for mysql overload it can not be reactivated without upgrading.
To reactivate your account if under 40 suspensions, this account will be unsuspended 24 hours from when it was suspended, please reduce the overload on mysql or upgrade.

আপনারাই বলেন, এখন আমি কি করতে পারি?        বা    কি করা ‍উচিত আমার ?

জানালে উপকৃত হতাম।

Level 0

আমি Asif Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনার পোষ্ট টি পড়ে যা বুঝলাম তা হল: আপনার ডোমেইন হোস্টিং হল ফ্রি সার্ভিস, অর্থাত আপনার ডোমেইন ও হোস্টিং ফ্রিতে ব্যবহার করছেন। আর আপনার যে সমস্যা সেটা হল ফ্রি হোস্টিং এর নিয়মিত প্রব্লেম। আপনার ডোমেইন প্রোভাইডার আপনার একাউন্ট সাসপেন্ড করেছে। আর আপনার ডোমেইন নেম ঠিক আছে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হল, আপনি অন্যকোন ফ্রি হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করে আপনার বর্তমান ডোমেইনে এড করে নিতে পারেন। আর সব চেয়ে ভালো হয়, যেহেতু বর্তমানে খুব কম দামে ডোমেইন হোস্টিং পাওয়া যায় তাই ফ্রি সাভিস না ব্যবহার করে খুব কম খরচে নিজের কন্টোলে ভালো মানের পেইড ডোমেইন হোস্টিং ব্যবহার করতে পারেন। যেটাতে এই রকম কোন সমস্যা নাই। আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন: http://amartunes.com/dh

Level 0

আপনার সু-পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।