অভ্রের কীবোর্ড লেআউট এডিটর দিয়ে কি ভিন্ন ভাষার লেআউট তৈরী করা যায় কিনা?
যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমার প্রশ্ন হলো,
আমি এই লেআউটটি তৈরী করেছি আরবির জন্য। ফন্ট হিসেবে Arabictypesetting আর ফন্ট স্টাইল Regular রেখেছি এবং স্ক্রিপ্ট Arabic নির্ধারণ করেছি।
এখন সমস্যা হচ্ছে, এম, এস ওয়ার্ডে ফন্ট নির্ধারণ করে লিখা শুরু করার পর স্পেস দিলে ফন্ট চেঞ্জ হয়ে vrinda হয়ে যায় আর টাইপ করেলে খালি খালি ঘর আসে অথবা কিছুই লিখা যায় না।
আবার লেআউট এডিট করতে গেলে দেখা যায় ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে ও স্ক্রিপ্ট পাল্টে গিয়ে Western হয়ে গেছে।
সমাধানের অনুরোধ, প্লিজ!
আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি এই টিউনটা দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/182567