Hosting কেনার বিষয়ে আপনাদের মতামত আশা করছি।

আসলামুআলা্ইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। প্রিয় টিউনার ভাইয়েরা আমি একটি ওয়েব হোষ্টিং কিনার জন্য আপনাদের মতামত কামনা করছি। অভিজ্ঞ টিউনার ভাইয়েরা আশা করি আপনারা আপনাদের মতামতের মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলে ভাল হবে তা জানিয়ে    আমাকে উপকৃত করবেন।

উল্লেখ্য “হোস্টমাইট” ওয়েবসাইটটি আমি ভিজিট করেছিলাম, তাদের হোস্টিং প্যাকেজগুলো মোটামোটি ভাল মনে হয়েছে। আপনাদের মতামত আশা করছি।

Level 0

আমি hossain_1ts। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখানে দেখতে পারেন, এটা হোস্টগেটরের রিসেলার- http://www.medhabi.com/plans/

হা হোস্টমাইট থকে নিতে পারেন । বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি ।

হোস্টমাইট ভাল, নিতে পারেন। আমি ইউস করছি।

Blue host o mondo na

হোস্টমাইট কোন অংশে খারাপ না।
আপনি চাইলে এখান থেকে নিতে পারেন: http://www.hostearly.com/
এখান থেকে হোস্টিং নিলে আপনি ঠকবেননা এবং মান ও সেবা অন্যদের চাইতে খারাপ হবেনা।

ভাই ইন্টারন্যাশনাল হোস্টিং নেওয়ায় ভাল। আপনি http://www.hostso.com থেকে কিনতে পারেন। এরা মানিবুকারস সাপোর্ট করে, রেটও কম।

Eicra অস্বাভাবিক দাম রাখে। royaloffshore.net দেখতে পারেন।

Level 0

ভাই আপনি যখন হোস্টমাইট এর কথা বলছেন তখন আপনাকে হোস্টমাইট এর ভিতরের অবস্থাটা দেখিয়ে দেই।
প্রথমে এই ঠিকানায় যানঃ https://www.facebook.com/AmuSec
F3 কি চেপে সার্চ বার ওপেন করুন এবং http://www.hostmight.com লিখে Enter দিন আর ফলাফল দেখুন।
এরপর নিজেই সিদ্ধান্ত নিন।। ধন্যবাদ।।

Level 0

@hmmm: আমিও তাদের হোস্টিং ব্যাবহার করি। ভাল।।

Level 0

আপনি যদি আন্তর্জাতিক মানের হোস্টিং নিতে চান তবে নিচের তিনটা দেখতে পারেন :
1. http://www.hostgator.com
2. http://www.bluehost.com
3. http://www.dreamhost.com

ভাই অন্যের কথায় কান দিয়ে লাভ নেই। যারা দেশি প্রোভাইডার রেখে বিদেশি প্রোভাইডার সাজেস করে তাদেরর ব্যাপারেও কিছু বলার নেই। আগে দেশ থেকে সেবা নেন , ভাল সেবা না পাইলে দেন বাহিরে যাবেন । এখন দেশি অনেক প্রোভাইদার অনেক ভাল সেবা দিচ্ছে । আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে গেলে অল টাইম হোস্টমাইট , সোচিপ , এদের থেকে নিতে বলি কারন দীর্ঘ দিন ধরে দেশে এবং বিদেশের মার্কেটে এরা সেবা দিয়ে আসতেছে । তাছার এখন নতুন নতন আরো ভাল প্রোভাইডার আছে দেশেই ।