আমার Symphony Xplorer W20 কে রুট করতে পারছি না
(i) Unlockroot ব্যাবহার করেও রুট করতে পারছি না ।
“Failed to get shell root” ম্যাসেজ দেখায় ।
(ii) Root_with_Restore_by_Bin4ry_v18
(iii) SuperOneClick
এইসফটওয়্যারগুলো ব্যাবহার করেও কিছুই করতে পারছি না ।
এখানে উল্লেখ্য যে, ইন্টারনেট থেকে usb driver ডাউনলোড করেছি ।
ঔ usb driver দিয়ে Unlockroot আমার মোবাইল ফোনটি চিনতে পারছে এবং এর নাম Symphony Xplorer W20 দেখাচ্ছে । কিন্তু Root এ ক্লিক করার কিছুক্ষন পরেই “Failed to get shell root” ম্যাসেজ দেখাচ্ছে ।
এক্সপার্টদের কাছে অনুরোধ, অনুগ্রহ করে Symphony Xplorer W20 কে রুট করার পদ্ধতি সম্পর্কে জানান ।
আশা করি সহযোগীতা পাবো ।
আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।
আমার কাছে মনে হল এটার সাথে MMX A56এর মিল আছে কিছুটা।
আপনি যেহেতু সাহস করে শুরু করলেন, এটা দেখবেন কী?
https://www.youtube.com/watch?v=LMYnbnaMS2c