আসসালামুয়ালাইকুম,
প্রিয় টি টি ভাইয়েরা, এটা আমার ভিন্ন ধর্মী প্রথম টিউন। কোন ভুল হলে ক্ষমা করবেন।
মুলত আমরা যখন মস্জিদে নামাজ পরতে যাই তখন নামাজ আরম্ব হবার পূর্বে মুয়াজ্জিন সাহেব বলেন আপনার মোবাইল বন্ধ রাখুন বা অনেক মস্জিদের দেয়ালে লেখা থাকে আপনার মোবাইল বন্ধ রাখুন। কিন্তু ভুল বসতঃ হোক বা যে ভাবে হোক নামাজ পরার সময় মোবাইলটি বেজে ওঠে। তাতে নামাজ পড়ার অসুবিদার সৃষ্টি হয়। তাই প্রযুক্তি প্রেমিদের কাছে আমার ও আমাদের সকলের বিশেষ অনুরোধ, বিষয়টি নিয়ে একটু চিন্তা করবেন যে কি ভাবে মস্জিদের ভিতর নেটওয়ার্ক বন্ধ করা যায়, ( শুধু মাত্র মস্জিদ সিমানার ভিতর পর্যন্ত) যাতে মোবাইল অন থাকলেও যেন কোন রিং না বাজে বা মোবাইল যেন কোন কাজ না করে। আশাকরি মুসলমান ভাইয়েরা উহাতে উপকৃত হবেন। সর্বোপরি আল্লাহ্ রব্বিলালামিন অনেক খুশি হবেন। আর বেশি কিছু লিখবনা, আল্লাহ হাফেজ।
আমি Masud Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।