সাহায্য চাই, প্লিজ কেউ হেল্প করুন…

আসসালামু-আলাইকুম,

আমি বিভিন্ন ওয়েবসাইট যেমনঃ মিডিয়াফায়ারে ফাইল আপলোড করতে চাই, কিন্তু এটা করতে পারি না।

কেউ কি আমাকে এটা শিখিয়ে দেবেন????

কিভাবে ফাইল আপলোড করতে হয়, একসাথে সর্বোচ্চ কত মেগাবাইট আপলোড করা যায়, আমার কি মেগাবাইট কাটা যাবে কি না, গেলে কেমন কাটা যাবে ইত্যাদি বিষয় প্লিজ আমাকে শিখিয়ে দেবেন।

ও হ্যাঁ, কেন ফাইল ডিলিট করা হয়,প্লিজ এটাও বলবেন।

.....THANK YOU.....

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Help me!!! Help me!!!! Help me!!!!

google it

Level 0

হা যাবে তবে আপনাকে প্রথমে http://www.mediafire.com/software/express/getting_started.php?agree=yes download করে নিন। ফাইল এ যদি পাইরেসি টাইপ কিছু থাকে তবে তা ডিলিট করে দিবে। আর ৫০জিবি দিবে আপনাকে, মাক্স ২০০এমবি পার ফাইল।

আর কোন প্রশ্ন থাকলে http://www.mediafire.com/common_questions/ এখানে দেখতে পারেন।

আশাকরি আপনার কাজে লাগবে।

মিডিয়া ফায়ার -এ ফাইল আপলোড করার জন্য প্রথমে সেখানে একটা আকাউন্ট খুলে নিন। তারপর লগ-ইন করুন এবং আপলোড বাটনে ক্লিক করুন। অতঃপর ফাইল সিলেক্ট করুন এবং স্টার্ট আপলোড বাতনে চাপ দিন। ব্যাস, আপলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড করতে যেমন MB কাটে, আপলোড করতেও তেমন MB কাটবে। এটা সাধারণত আপনার আপলোড এর সাইজ এর উপর নির্ভর করে। আর আপনি ম্যাক্স ২০০ MB পার ফাইল আর টোটাল ৫০ GB ফাইল আপলোড করতে পারবেন।

ফাইল ডিলিট করা হয় যখন ওরা মনে করে ঐ ফাইলের কোনো দরকার নেই বা তাতে কোনো ভাইরাস থাকলে।